وعليكم السلام ورحمة الله وبركات
মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা শয়তানের সাথে উঠাবসা করে,
এদের কাজ মানুষকে ক্ষতি করা, যাদু করা কুফুরী।
*যাদু করলে ঈমান থাকে না।*
আপনি তাদেরকে এখনই চিকিৎসা করেন।
নিম্মোক্ত ভাবে;
সূরা ফাতেহা, সূরা ইখলাছ, সূরা ফালাক, সূরা নাছ, সূরা কাফেরুন, আয়াতুল কুরসি, সূরা বাক্বারা প্রথম থেকে কিছু, সূরা বাক্বারার 202নং আয়াত, সূরা বাকারার শেষ দুই আয়াত, সূরা আ'রাফ এর 117-122 আয়াত,
সূরা ইউনুস এর 79- 82 আয়াত
পাঠ করে পানিতে ফু দিয়ে ঐ পানি পান করবেন এবং ঐ পানি দিয়ে গোসল করাবেন।
এর সাথে সাতটি কাঁচা বড়ই পাতা গুঁড়া করে পানিতে দিতে হবে।
এর সাথে নিম্মোক্ত দু'আটিও পড়তে হবে।
أعوذبكلمات الله التامات من شر ما خلق.
আউযুবি কালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক্ব
এই আমল একাধিক বার করতে হবে লাগাতরে।
আল্লাহ আপনাদের বিষয়কে সহজ করে দিন।
মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা শয়তানের সাথে উঠাবসা করে,
এদের কাজ মানুষকে ক্ষতি করা, যাদু করা কুফুরী।
*যাদু করলে ঈমান থাকে না।*
আপনি তাদেরকে এখনই চিকিৎসা করেন।
নিম্মোক্ত ভাবে;
সূরা ফাতেহা, সূরা ইখলাছ, সূরা ফালাক, সূরা নাছ, সূরা কাফেরুন, আয়াতুল কুরসি, সূরা বাক্বারা প্রথম থেকে কিছু, সূরা বাক্বারার 202নং আয়াত, সূরা বাকারার শেষ দুই আয়াত, সূরা আ'রাফ এর 117-122 আয়াত,
সূরা ইউনুস এর 79- 82 আয়াত
পাঠ করে পানিতে ফু দিয়ে ঐ পানি পান করবেন এবং ঐ পানি দিয়ে গোসল করাবেন।
এর সাথে সাতটি কাঁচা বড়ই পাতা গুঁড়া করে পানিতে দিতে হবে।
এর সাথে নিম্মোক্ত দু'আটিও পড়তে হবে।
أعوذبكلمات الله التامات من شر ما خلق.
আউযুবি কালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক্ব
এই আমল একাধিক বার করতে হবে লাগাতরে।
আল্লাহ আপনাদের বিষয়কে সহজ করে দিন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন