ইসলামিক সাইট কালেকশন
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
ইসলামিক সাইট কালেকশন:
**********
যারা স্মার্টফোন ব্যবহার করেন, তাদের ফোনে এই সাইটগুলো অবশ্যই থাকা উচিত। অত্যন্ত প্রয়োজনীয় এবং উপকারী এই সাইটগুলো। এগুলোর মাধ্যমে আপনি ক্লাসের ফাঁকে, জার্নির সময়ে, অফিসে কাজের ফাঁকে অর্থাৎ যেকোন অবসর সময়ে উপকারী দ্বীনি ইলম অর্জন করতে পারেন। এতে আপনার সময়ের যথাযথ ব্যবহার হবে এবং আপনি jiবরকতময় জ্ঞানের সাথে জড়িত থেকে আল্লাহতালার সন্তুষ্টি হাসিল করতে পারেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘পৃথিবী অভিশপ্ত এবং অভিশপ্ত তার সকল বস্তু। তবে আল্লাহর যিকর ও তার আনুষঙ্গিক বিষয়, এবং আলেম (দ্বীন শিক্ষক) ও তালেবে ইলম (দ্বীন শিক্ষার্থী অভিশপ্ত) নয়।’’ (তিরমিযী ২৩২২, ইবনে মাজাহ ৪১১২, বাইহাক্বীর শুআবুল ঈমান ১৭০৮, সহীহ তারগীব ৭০)
মুআবিয়াহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘আল্লাহ যার মঙ্গল চান, তাকেই দ্বীনী জ্ঞান দান করেন।’’ (বুখারী ৭১, ৩১১৬, ৭৩১২, মুসলিম ২৪৩৬, ২৪৩৯, ইবনে মাজাহ)
পোস্টটি কপি পেস্ট করে টাইমলাইনে রাখুন অথবা সেভ করে নোট হিসেবে রাখুন। অন্যান্য সোশাল মিডিয়া যেমন টুইটার/হোয়াটসএপ/টেলিগ্রাম/গুগলপ্লাস ইত্যাদিতে লিংকগুলো শেয়ার করুন। নেক কাজে প্রতিযোগিতা করুন।
“কেউ হেদায়েতের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরন করেছে তাদের সওয়াবের কোন কমতি হবে না।” [সহিহ মুসলিমঃ ২৬৭৮]
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘যে ব্যক্তি সৎপথের দিকে আহ্বান জানাবে, সে তার অনুসারীদের সমতুল্য নেকীর অধিকারী হবে; তাতে তাদের নেকীর কিছুই হ্রাস পাবে না।’’ (মুসলিম ৬৯৮০)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘আদম সন্তান যখন মারা যায়, তখন তার তিন প্রকার আমল ছাড়া অন্য সব রকম আমলের ধারা বন্ধ হয়ে যায়; সাদকাহ জারিয়াহ (বহমান দান খয়রাত, মসজিদ নির্মাণ করা, কূপ খনন ক’রে দেওয়া ইত্যাদি) অথবা ইলম (জ্ঞান সম্পদ) যা দ্বারা উপকৃত হওয়া যায় অথবা সুসন্তান যে তার জন্য নেক দু‘আ করতে থাকে।’’ (মুসলিম ৪৩১০ প্রমুখ)
সাইট সমূহের লিংক নিচে দেওয়া হলঃ
**********
www.quraneralo.com
www.hadithbd.com
www.quraneralo.com
sorolpath.wordpress.com
assunnahtrust.com
www.islamicalo.com
www.nakbangla.com
amarspondon.wordpress.com
banglakitab.wordpress.com
http://islamqa.info/en
learningfrommylife.wordpress.com
quranerkotha.com
alquranervasha.com
alsabanow.blogspot.com
idream4life.blogspot.com
yousufahmedweb.wordpress.com
http://sotterdikeahobban.com
আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আমাদের সবাইকে সিরাতুল মুস্তাক্বিমের উপর চালিত করুন, আমীন।
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
ইসলামিক সাইট কালেকশন:
**********
যারা স্মার্টফোন ব্যবহার করেন, তাদের ফোনে এই সাইটগুলো অবশ্যই থাকা উচিত। অত্যন্ত প্রয়োজনীয় এবং উপকারী এই সাইটগুলো। এগুলোর মাধ্যমে আপনি ক্লাসের ফাঁকে, জার্নির সময়ে, অফিসে কাজের ফাঁকে অর্থাৎ যেকোন অবসর সময়ে উপকারী দ্বীনি ইলম অর্জন করতে পারেন। এতে আপনার সময়ের যথাযথ ব্যবহার হবে এবং আপনি jiবরকতময় জ্ঞানের সাথে জড়িত থেকে আল্লাহতালার সন্তুষ্টি হাসিল করতে পারেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘পৃথিবী অভিশপ্ত এবং অভিশপ্ত তার সকল বস্তু। তবে আল্লাহর যিকর ও তার আনুষঙ্গিক বিষয়, এবং আলেম (দ্বীন শিক্ষক) ও তালেবে ইলম (দ্বীন শিক্ষার্থী অভিশপ্ত) নয়।’’ (তিরমিযী ২৩২২, ইবনে মাজাহ ৪১১২, বাইহাক্বীর শুআবুল ঈমান ১৭০৮, সহীহ তারগীব ৭০)
মুআবিয়াহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘আল্লাহ যার মঙ্গল চান, তাকেই দ্বীনী জ্ঞান দান করেন।’’ (বুখারী ৭১, ৩১১৬, ৭৩১২, মুসলিম ২৪৩৬, ২৪৩৯, ইবনে মাজাহ)
পোস্টটি কপি পেস্ট করে টাইমলাইনে রাখুন অথবা সেভ করে নোট হিসেবে রাখুন। অন্যান্য সোশাল মিডিয়া যেমন টুইটার/হোয়াটসএপ/টেলিগ্রাম/গুগলপ্লাস ইত্যাদিতে লিংকগুলো শেয়ার করুন। নেক কাজে প্রতিযোগিতা করুন।
“কেউ হেদায়েতের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরন করেছে তাদের সওয়াবের কোন কমতি হবে না।” [সহিহ মুসলিমঃ ২৬৭৮]
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘যে ব্যক্তি সৎপথের দিকে আহ্বান জানাবে, সে তার অনুসারীদের সমতুল্য নেকীর অধিকারী হবে; তাতে তাদের নেকীর কিছুই হ্রাস পাবে না।’’ (মুসলিম ৬৯৮০)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘আদম সন্তান যখন মারা যায়, তখন তার তিন প্রকার আমল ছাড়া অন্য সব রকম আমলের ধারা বন্ধ হয়ে যায়; সাদকাহ জারিয়াহ (বহমান দান খয়রাত, মসজিদ নির্মাণ করা, কূপ খনন ক’রে দেওয়া ইত্যাদি) অথবা ইলম (জ্ঞান সম্পদ) যা দ্বারা উপকৃত হওয়া যায় অথবা সুসন্তান যে তার জন্য নেক দু‘আ করতে থাকে।’’ (মুসলিম ৪৩১০ প্রমুখ)
সাইট সমূহের লিংক নিচে দেওয়া হলঃ
**********
www.quraneralo.com
www.hadithbd.com
www.quraneralo.com
sorolpath.wordpress.com
assunnahtrust.com
www.islamicalo.com
www.nakbangla.com
amarspondon.wordpress.com
banglakitab.wordpress.com
http://islamqa.info/en
learningfrommylife.wordpress.com
quranerkotha.com
alquranervasha.com
alsabanow.blogspot.com
idream4life.blogspot.com
yousufahmedweb.wordpress.com
http://sotterdikeahobban.com
আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আমাদের সবাইকে সিরাতুল মুস্তাক্বিমের উপর চালিত করুন, আমীন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন