▌রুক্বইয়্যাহ সিরিজ : পর্ব-০১ . . বিষয় : সংক্ষিপ্ত রুক্বইয়্যাহ গাইড! প্রস্তুতি : • উযু করে নিন। • নিরিবিলি জায়গা। • অন্তর খাঁটি করে নিন। • বিশ্বাস রাখুন, শিফা একমাত্র আল্লাহর কাছ থেকে। রুক্বইয়্যাহর আয়াত ও দু‘আ : (১) সূরাহ ফাতিহাহ (৭ বার) بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ، الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ... প্রতিবার পড়ে ফুঁ দিন। এটি সম্পূর্ণ সূরাটি ৭ বার। (২) আয়াতুল কুরসী (সূরাহ বাক্বারা ২:২৫৫) اللَّهُ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ... ১–৩ বার পড়া উত্তম। (৩) সূরাহ ইখলাছ, ফালাক্ব ও নাস। - সূরাহ ইখলাছ (৩ বার) - সূরাহ ফালাক্ব (৩ বার) - সূরাহ নাস (৩ বার) প্রতিটি সূরাহ পড়ে নিজের উপর ফুঁ দিন বা হাত দিয়ে মাথা-মুখে বুলিয়ে দিন। (৪) যাদু নষ্টের আয়াতসমূহ : সূরাহ আল-আ'রাফ, ১১৭–১১৯ فَأَلْقَىٰ مُوسَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ... সূরাহ ইউনুস, ৮১–৮২ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ ۥۚ إِنَّ ٱللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ ٱلْمُفْسِدِينَ... সূরাহ ত্বহা, ৬৮–৬৯ وَلَا يَفْلَحُ ٱلسَّاحِرُ حَيْثُ أَتَىٰ প্রত্যেক আয়াত ৩ বার করে পড়া যেতে পারে। (৫) দু‘আ : বদ...