প্রশ্ন: মুমিন কাকে বলে? উত্তর: ঈমান আনয়নকারী ব্যক্তিকে ‘মুমিন’ বলা হয়। ৯. প্রশ্ন: কে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারে? উত্তর: রাসূল (ﷺ) বলেন, عَنْ أَنَسِ رَضِيَ اللّٰهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلَاثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلَاوَةَ الْإِيمَانِ مَنْ كَانَ اللّٰهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا وَمَنْ أَحَبَّ عَبْدًا لَا يُحِبُّهُ إِلَّا لِلّٰهِ وَمَنْ يَكْرَهُ أَنْ يَعُودَ فِي الْكُفْرِ بَعْدَ إِذْ أَنْقَذَهُ اللّٰهُ كَمَا يَكْرَهُ أَنْ يُلْقَى فِي النَّارِ আনাছ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, তিনটি গুণ যার মধ্যে বিদ্যমান থাকবে সে ঈমানের স্বাদ পাবে- (১) যার নিকট আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) অন্য সকল বস্তু হতে অধিক প্রিয়। (২) যে একমাত্র আল্লাহরই জন্য কোন বান্দাকে ভালবাসে। (৩) আল্লাহ তা‘আলা কুফর হতে মুক্তি প্রদানের পর যে কুফর-এ প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হবার মতোই অপছন্দ করে। (বুখারী- ২১, ১৬) ১০. প্রশ্ন: ঈমানের দাবী কি? উত্তর: ঈমানের দাবী হচ্ছে ঈমান আনার পর তার উপর দৃঢ়ভাবে টিকে থাকা। আল্লাহ রাব্বুল আ...