সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মে, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মুমিন কাকে বলে?

 প্রশ্ন: মুমিন কাকে বলে? উত্তর: ঈমান আনয়নকারী ব্যক্তিকে ‘মুমিন’ বলা হয়। ৯. প্রশ্ন: কে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারে? উত্তর: রাসূল (ﷺ) বলেন, عَنْ أَنَسِ رَضِيَ اللّٰهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلَاثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلَاوَةَ الْإِيمَانِ مَنْ كَانَ اللّٰهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا وَمَنْ أَحَبَّ عَبْدًا لَا يُحِبُّهُ إِلَّا لِلّٰهِ وَمَنْ يَكْرَهُ أَنْ يَعُودَ فِي الْكُفْرِ بَعْدَ إِذْ أَنْقَذَهُ اللّٰهُ كَمَا يَكْرَهُ أَنْ يُلْقَى فِي النَّارِ আনাছ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, তিনটি গুণ যার মধ্যে বিদ্যমান থাকবে সে ঈমানের স্বাদ পাবে- (১) যার নিকট আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) অন্য সকল বস্তু হতে অধিক প্রিয়। (২) যে একমাত্র আল্লাহরই জন্য কোন বান্দাকে ভালবাসে। (৩) আল্লাহ তা‘আলা কুফর হতে মুক্তি প্রদানের পর যে কুফর-এ প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হবার মতোই অপছন্দ করে। (বুখারী- ২১, ১৬) ১০. প্রশ্ন: ঈমানের দাবী কি? উত্তর: ঈমানের দাবী হচ্ছে ঈমান আনার পর তার উপর দৃঢ়ভাবে টিকে থাকা। আল্লাহ রাব্বুল আ...

ঈমান কাকে বলে?

 ৬. প্রশ্ন: ঈমান কাকে বলে? উত্তর: اَلْاِيْمَانُ هُوَ التَّصْدِيْقُ بِالْجِنَانِ وَالْاِقْرَارُ بِاللِّسَانِ وَالْعَمَلُ بِالْاَرْكَانِ- ঈমান হচ্ছে অন্তরে দৃঢ় বিশ^াস স্থাপন, মুখের স্বীকৃতি ও অঙ্গ-প্রত্যঙ্গের মাধ্যমে আমলে বাস্তবায়ন করা। ৭. প্রশ্ন: আরকানুল ঈমান কাকে বলে? উত্তর: আরকানুল ঈমান বলতে ঈমানের সেই ৬টি ভিত্তিকে বুঝায় যার কোন একটির প্রতি অবিশ^াস করলে ঈমান ভঙ্গ হয়ে যায়। ৮. প্রশ্ন: আরকানুল ঈমান বা ঈমানের রুকন কয়টি ও কী কী? উত্তর: আরকানুল ঈমান বা ঈমানের রুকন ছয়টি।  ১. আল্লাহর প্রতি ঈমান। ২. ফেরেশতার প্রতি ঈমান। ৩. কিতাবের উপর ঈমান। ৪. রাসূলের প্রতি ঈমান। ৫. আখেরাতের প্রতি ঈমান। ৬. তাক্বদীরের ভালো-মন্দের প্রতি ঈমান।

প্রশ্ন: আক্বীদা কাকে বলে?

 ১. প্রশ্ন: আক্বীদা কাকে বলে? উত্তর: আক্বীদা (عَقِيْدَةٌ) শব্দটি আরবী। এর মূল হচ্ছে-(عَقْدٌ)। (عَقْدٌ)এর আভিধানিক অর্থ হচ্ছে- গিট দেওয়া, চুক্তি করা, প্রতিশ্রুতি দেওয়া, কোন বন্ধনকে মজবুত করা। মূল শব্দ (عَقْدٌ) এর অনুসারে আক্বীদা (عَقِيْدَةٌ) অর্থ- দৃঢ় বিশ^াস। আক্বীদা (عَقِيْدَةٌ) এর পারিভাষিক অর্থ- কোন ধর্ম, আদর্শ বা মতবাদকে মনে-প্রাণে দৃঢ়ভাবে বিশ^াস করাকে আক্বীদা বলে। ২. প্রশ্ন: ইসলামী আক্বীদা কাকে বলে? উত্তর: আরকানুল ঈমান বা ঈমানের ভিত্তিসমূহের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করাকে ইসলামী আক্বীদা বলে। অর্থাৎ আল্লাহ তা’আলা, তাঁর ফেরেশতাগণ, তাঁর আসমানী কিতাবসমূহ, তাঁর প্রেরিত রসূলগণ (আলাইহিমুস্ সালাম), শেষ দিবস এবং ভাগ্যের ভাল-মন্দের প্রতি বিশ^াস স্থাপন করাকে ইসলামী শরী’আতের পরিভাষায়    ইসলামী আক্বীদা বলা হয়। এগুলোকে আরকানুল ঈমান বা ঈমানের ভিত্তিও বলা হয়।   ৩. প্রশ্ন: আক্বীদার উৎস কি? উত্তর: আক্বীদার উৎস হলো কুরআন ও ছহীহ হাদীছ। ৪. প্রশ্ন: আক্বীদার আলোচ্য বিষয় কী? উত্তর: ঈমান-ইসলাম, ঈমানের আরকান ও আহকাম, ঈমান রক্ষার উপায়, ঈমান ভঙ্গের কারণসমূহ এবং বিভিন্ন বাতিল ফিরকার ভ্রান...