🚫🚫 রেফারেন্সসহ পড়ার অনুরোধ রইল।
⛔ চরমোনাই এর ২৭ খানা কিতাবের ২৬ নং কিতাব হল.. তাবিজের কিতাব।
সপ্নদোষ দুর করার জন্য সেই কিতাব (পেজ-৩১)এ বলা হয়েছে.... ফেরাউন, হামান, শয়তান,ইব্লিসের নাম লিখে শরিরে বেধে রাখতে। নাউজুবিল্লাহ।
এটা বললে ঈমান থাকে?
নিজে যাচাই করুন।
⛔ জনাব চরমোনাই পীর সাহেবের বইগুলোর অংশ বিশেষ তুলে ধরা হল। আমাদের সবার পরিচিত হাক্কানী পীর হিসেবে পরিচিত কিন্তু এখানকার একটা কথাও মিথ্যা প্রমাণ করতে পাবেন না। ভাই মিথ্যা প্রমাণ করুন, এতে মানুষের উপকার হবে। আপনার আমার সবার হিসাব আল্লাহর সাথে, দেখুন কথাগুলো ঠিক আছে কি না। তর্ক নয় আলোচনা করুন। সৈয়দ রেজাউল করীম এখন খেলাফতের দায়িত্ব পালন করছেন।সৈয়দ এছহাক সাহেব মানুষকে সহজে ইসলাম শিক্ষা দেয়ার জন্যে ছোট-বড় ২৭খানা কিতাব রচনা করেছেন ।
⛔ ২৭ খানা কিতাব বাংলা ভাষায় লিখিয়া দিলাম । ইহা পাঠ করিয়া আমল করুন, আপন বাড়ী বেহেশতে চলুন ।”
( ভেদে মারেফত ৯৪ পৃষ্ঠা )
♦🗣 (১) মারেফতের পীর ও ওলীদের মর্যাদা নবীদের চেয়েও বেশী !
(আশেক মাশুক ৮৮-৯০ পৃষ্ঠা )
♦🗣(২) আখেরাতে পীরগণ মুরিদের জন্য সুপারিশ করবে ।
(ভেদে মারেফত ৬০ পৃষ্ঠা )
♦🗣(৩) পীরের হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করে। (ভেদে মারেফত ১৫ পৃষ্ঠা )
♦🗣(৪) পীরের কাছে মুরীদ হওয়া ফরজ । (মাওয়ায়েজে এহছাকিয়া ৫৫ পৃষ্ঠা )
♦🗣(৫) চীশতীয়া ছাবরিয়া তরিকা জান্নাতে যাওয়ার জন্য ছরটকাট.... বাকি সব তরিকায় যেতে delay হবে।
♦🗣(৬) শরীয়ত বহির্ভুত হলেও পীরের হুকুম মানা মুরীদের জন্য বাধ্যতামূলক ।
(আশেক মাশুক বা এস্কে এলাহী ৩৫ পৃষ্ঠা )
♦🗣(৭) পীর কাফন চোরকে পুলসিরাত পার করিয়া দিবেন ।
(ভেদে মারেফত ২৭-২৮ পৃষ্ঠা )
♦🗣(৮) পরকালে পীর ও ওলীদের ক্ষমতার সীমা থাকিবে না ।
( আশেক মাশুক ৮১ পৃষ্ঠা )
♦🗣(৯) পীর কেয়ামতের দিন সকল মুরীদের গুনাহ মাফ করিয়ে দিবেন।
(ভেদে মারেফত ৩৪পৃষ্ঠা )
♦🗣(১০) আমি আল্লাহপাকের দরবার থেকে জোরপূর্বক করে রুহ নিয়ে আসিয়াছি । ( ভেদে মারেফত ১৫ পৃষ্ঠা )
♦🗣(১১) পীরগণ কেয়ামতের দিবসে মুরীদগণকে সাহায্য করবে ।
(ভেদে মারেফত ২৫-২৬ পৃষ্ঠা,
আশেক মাশুক ৬৬-৮১ পৃষ্ঠা )
♦🗣(১২) মৃত্যুর সময় পীর স্বীয় মুরীদকে শয়তান থেকে বাঁচাতে পারেন ।
(ভেদে মারেফত ৩১ পৃষ্ঠা )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন