ইসলামিক সাইট কালেকশন بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইসলামিক সাইট কালেকশন: ********** যারা স্মার্টফোন ব্যবহার করেন, তাদের ফোনে এই সাইটগুলো অবশ্যই থাকা উচিত। অত্যন্ত প্রয়োজনীয় এবং উপকারী এই সাইটগুলো। এগুলোর মাধ্যমে আপনি ক্লাসের ফাঁকে, জার্নির সময়ে, অফিসে কাজের ফাঁকে অর্থাৎ যেকোন অবসর সময়ে উপকারী দ্বীনি ইলম অর্জন করতে পারেন। এতে আপনার সময়ের যথাযথ ব্যবহার হবে এবং আপনি jiবরকতময় জ্ঞানের সাথে জড়িত থেকে আল্লাহতালার সন্তুষ্টি হাসিল করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘পৃথিবী অভিশপ্ত এবং অভিশপ্ত তার সকল বস্তু। তবে আল্লাহর যিকর ও তার আনুষঙ্গিক বিষয়, এবং আলেম (দ্বীন শিক্ষক) ও তালেবে ইলম (দ্বীন শিক্ষার্থী অভিশপ্ত) নয়।’’ (তিরমিযী ২৩২২, ইবনে মাজাহ ৪১১২, বাইহাক্বীর শুআবুল ঈমান ১৭০৮, সহীহ তারগীব ৭০) মুআবিয়াহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘আল্লাহ যার মঙ্গল চান, তাকেই দ্বীনী জ্ঞান দান করেন।’’ (বুখারী ৭১, ৩১১৬, ৭৩১২, মুসলিম ২৪৩৬, ২৪৩৯, ইবনে মাজাহ) পোস্টটি কপি...