খোদা হাফেজ বা আল্লাহ হাফেজ:-
(Persian: خُدا حافِظ, Devanāgarī: ख़ुदा हाफ़िज़, Kurdish: خودا حافیز) ফারসি ভাষার একটি বিদায় সম্ভাষণ। এটি ইরান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ প্রভৃতি অঞ্চলে ব্যবহৃত হয়।
অর্থ:-
আক্ষরিক অনুবাদের খোদা হাফেজের অর্থ দাঁড়ায় “আল্লাহ তোমার অভিভাবক হোক”। এই সম্ভাষণটি ফারসি থেকে কুর্দি, সিন্ধি, উর্দু, হিন্দি ও বাংলা ভাষায় প্রবেশ করেছে।[১][২]এছাড়া খোদা হাফেজের অর্থ "আল্লাহ তোমার নিরাপত্তাকারী হোক" এমন হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন