রোহিঙ্গা বোনের চিঠি!
:
(টুইটারে বাঙ্গালীর উদ্দেশ্যে রোহিঙ্গা বোনের চিঠি। ইংরেজি ভাষার চিঠিটা বঙ্গানুবাদ করে, হুবহু সারমর্ম তুলে ধরলাম।)
:
আমি একজন রোহিঙ্গা(মিয়ানমারের) মেয়ে। তিন বছর আগেই আল্লাহর রহমতে আমি ইফতা পাশ করি। এরপর খুব ছোট্ট একটা সংসার গড়ি। বছর যেতে না যেতেই আমাদের ঘর আলোকিত করে কোল জুড়ে আসলো এক কন্যা সন্তান।
:
হঠাৎ একদিন সেনাবাহিনীর কিছু লোক আমাদের গৃহে প্রবেশ করে। ওদেরকে দেখে আমি বোরখা পড়ে মেয়েকে বুকে জড়িয়ে নিলাম। ওরা এসেই আমার হাত ধরে টানাটানি করতে লাগলো, যার ফলে হাত ফুসকে আমার মেয়ে নিচে পড়ে যায়। ওরা যখন আমাকে ভোগ করার জন্য বোরখায় হাত দিল, তখন সাথে সাথে আমার মাথা ঘুরে গেলো। আল্লাহকে বললাম, "ইয়া আল্লাহ! আমি তোমার সামনে যিনাকারি হয়ে উঠতে চাই না, তুমি আমাকে ঈমানী শক্তি দান করো।" সাথে সাথে মনে হলো, আমি যেন আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি করেছি; কিন্তু তিনি আমাকে সাহায্য করতে দেরি করেননি। সামনেই তাকিয়ে দেখি ছোট্ট একটা বটি-দা। অনেক দিন যাবৎ আমরা ব্যবহার করি না, কোন ধার নাই। সেটা হাতে তুলে নিয়ে ৬/৭ জন সেনাকে কুপিয়ে হত্যা করলাম।
:
তারপর আরো কিছু সেনা ঘরে প্রবেশ করে। এবার চারজন সেনা আমাকে ধরে রেখেছে আর দু'জন সেনা আমার ছোট্ট শিশুটির লজ্জাস্থানে অস্ত্র ঢুকিয়ে দেয়। মেয়েটি চোখের সামনে ছটফট করে মারা যায়। ইতিমধ্যে আমার স্বামী ঘরে আসলে, কিছু সেনা তাঁকে মারতে থাকে। আর আমাকে বললো, "তোর সাথে আমরা সবাই এখন খেলা করবো আর তোর স্বামী তা দেখবে; তারপর তোদেরকে হত্যা করবো।"
:
আমার স্বামী সন্তান কারোর জন্য মায়া হলো না। তখন আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম। ওদের কারো কাছে একটুও মাথা নত করিনি। হঠাৎ চোখ পড়লো এক-বস্তা ছাইয়ের উপর। জানিনা সেটা ওখানে কী করে এলো! এবার দৌড়ে গিয়ে ছাইয়ের বস্তার মুখ খুলে ওদের চোখের সামনে ছাই উড়াতে লাগলাম। আলহামদুলিল্লাহ্! আল্লাহ আমাকে তার রহমত দ্বারা ঘিরে নিলেন। প্রতিটি সেনা চোখ বন্ধ করে আমাকে গালাগালি করছিল। আমি কোন মতে একটু আড়ালে চলে গেলাম। ওরা এবার চোখ কচলাতে কচলাতে আমার স্বামীর কাছে গিয়ে তাকে জবাই করলো আর বললো, "যার বউয়ের এতো শক্তি, তার কলিজাটা দেখবো।"
ওরা সত্যি সত্যি আমার স্বামীর কলিজাটা ছিড়ে, মুখে নিয়ে কিছুক্ষণ চাবাতে থাকে। আমি আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি।
:
কিছুক্ষণ পর জ্ঞান ফিরলো। ঠিক কতক্ষণ পর জ্ঞান ফিরেছিলো তা জানিনা। উঠে গিয়ে ওযু করে আল্লাহর শুকরিয়া আদায়ে নামাজ পড়লাম। ছোট্ট একটা কাপড় দিয়ে স্বামী আর সন্তানের লাশ ঢেকে রেখে অজানার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। একটানা ৭ দিন পানি খেয়ে থাকার পর যখন আর ক্ষুধার জ্বালা সইতে পারলাম না; তখন সবুজ পাতা বা ঘাস খেতে শুরু করি।
:
একদিন ঝোপের ভিতর লুকিয়ে যোহরের নামাজ পড়ছিলাম। যখন নামাজ পড়া শেষ হলো, দেখি সেনারা আমাকে গুলি করেছে। বাহু দিয়ে অঝোরে করে রক্ত গড়িয়ে পড়ছে। কেন জানি আমার কোন ব্যথা লাগছিলো না। মনে পড়ে গেলো সাহাবা আজমাইনদের কথা! তারা যখন নামাজ পড়তো, কাফেররা তখন পিছন দিক দিয়ে আক্রমণ করতো। এমন সাহাবাও আছে, যাদেরকে কাফেররা নামাজের মধ্যেই তীর মেরে মেরে শহীদ করেছে। তাহলে আমরা কেন এই শহীদি মরণকে বরণ করতে পারবো না! এ'সব ভাবতে ছিলাম, ততক্ষণে সেনারা অনেক কাছে চলে এলো। আল্লাহকে স্মরণ করতে করতে দৌড় দিলাম। অবশেষে পানিতে ঝাপ দিয়ে পড়লাম। এরপর কী হল জানি না…
:
হঠাৎ দেখি অপরিচিত কিছু লোক আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। শরীরের সমস্ত জায়গায় বোরখাটা ঠিকমতো আছে; কিন্তু শুধু পায়ের একটা মোজা কোথায় জানি হারিয়ে গেছে। আমি লজ্জিত হলাম! এতগুলো পুরুষ আমার পায়ের পাতা দেখছে। না জানি আল্লাহ আমাকে কি কঠিন শাস্তি দেন! তাওবা করলাম আর দৌড়ে গিয়ে ওযু করে সিজদায় লুটিয়ে পড়লাম। পরে জানতে পারলাম যে, আমি পানিতে ভাসতে ছিলাম, তখন লাশ মনে করে এক জেলে আমাকে কিনারে উঠিয়েছে। আমি তাদের কাছে কিছু খাবার চাইলাম; কিন্তু তখন কেউ আমাকে একটু খাবারও দিলো না। বরং এক এক করে সবাই চলে গেলো।
:
আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলাম। কিছুদূর গিয়ে একজন হুজুরকে দেখে জিজ্ঞেস করলাম, এখানে কি কোন আশ্রয় কেন্দ্র আছে। উনি মাথা নেড়ে হ্যাঁ বলে। আমাকে নিয়ে আশ্রয় কেন্দ্রে দিয়ে
আসলেন। কী আজব ব্যপার! এখানে তো অনেক কষ্টে পেট ভরে পানি খাব, তাও পারি না! আর খাবার এতটুকু যে, পেটের নিচে পড়ে থাকে। তবুও আমরা খুশি আলহামদুলিল্লাহ্!
:
কিছুদিন পর পুলিশের গাড়িতে একজন ভদ্র মহিলা আসলেন। যিনি আমাদের মেয়েদের তল্লাশি করলেন। এরপর আমাদের কিছু মেয়েদের আলাদা করলেন। বলতে পারেন, যারা দেখতে অনেক সুন্দরী, তাদেরকে আলাদা করলেন। এদিকে কিছু যুবক ছেলে আমাদের জন্য ত্রাণ নিয়ে এসেছিল; কিন্তু স্থানীয় চেয়ারম্যানরা তাদের থেকে ত্রাণ নিয়ে, তাদেরকে ফিরিয়ে দিলো। চেয়ারম্যানরা আমাদের অল্প কিছু দিয়ে, উনারা সব নিয়ে চলে গেলো। আমাদের মধ্যে কেউ কেউ একটু বেশি চাওয়ার কারনে পিটুনি খেলো। এমনকি কিছু কিছু খারাপ ছেলেরা মেয়েদের বুকে, লজ্জা স্থানে হাত চালিয়ে দিলে। ফলে আমরা সবাই চুপসে গেলাম।
:
কেউ কেউ বলছিল যে, তাদের টাকা আর গয়নাও নাকি বাংলাদেশীয় শকুনগুলো ছিনিয়ে নিয়েছে। আমি স্তব্ধ হয়ে মন্ত্র মুগ্ধের মতো সব শুনছিলাম। এরপর হঠাৎ একদল বয়স্ক মেয়ে এসে আমাদের আলাদা করা সুন্দরী মেয়েদেরকে নিয়ে চলে আসলো একটা হোটেলে। এই দলে আমি নিজেও ছিলাম। তারপর কি অবাক করা কাহিনিই ঘটলো! বিনা ভিসা, বিনা পাসপোর্টে আমাদেরকে গাড়িতে তুলে দিলো এবং কোথায় যেন নিয়ে গিয়ে নামালো, তা আমি জানি না। আমাদের প্রত্যেককে ঘুমের ইন্জেকশন দিয়ে ছিলো, যার ফলে আমরা অচেতন ছিলাম।
:
জ্ঞান ফিরে পাওয়ার পর থমকে গেলাম! অন্য কোথাও নয়, একটা পতিতালয়ে আমাদেরকে নিয়ে আসা হয়েছে। আমার কাছে তখন মনে হচ্ছিলো যে, আল্লাহ আমাদের উপর কঠিন পরীক্ষা চালাচ্ছেন। এ'জন্যেই বুঝি বাংলাদেশী মুনাফিক্বরা আমাদের এই অবস্থা করেছে! আল্লাহর কাছে তাওবা করলাম। নিজের হেফাজতের পুরো দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিলাম। যিনি এত কিছুর পরও আমাকে পবিত্র রেখেছেন, তিন নিশ্চয়ই আমাকে হতাশ করবেন না।
:
মালয়েশিয়ার এক নাগরিক আমার সাথে রাত্রি যাপন করার জন্যে পতিতালয়ে এলেন। তিনি আমার নাম আর কোথায় বাড়ি সেটা জানতে চাইলে, আমি তাকে সব কিছুই বলে যাচ্ছিলাম। হঠাৎ খেয়াল করে দেখি, উনি শীতে তীব্র আকারে কাঁপছেন। প্রশ্ন করলাম, এই প্রচন্ড গরমে, শীতের মতো কাঁপছেন কেন?
উনি আমার দিকে তাকিয়ে বললেন, আমার পিছু হেঁটে আসুন। আল্লাহর ক্বসম, আপনার কোন ক্ষতি করবো না।
:
আমি তার পিছু হেঁটে চললাম অনেক দূর পর্যন্ত। উনি এবার রাস্তার মধ্যেই আমার পায়ে ধরে বললেন, "আমি ভাল হতে চাই, আমাকে একটা সুযোগ দাও। আমি আর আল্লাহর নাফরমানি করবো না। তোমার সমস্ত দায়িত্ব আমার। তুমি রাজি হলে, আমি তোমাকে বিয়ে করতে পারি।"
আমি রাজি হলাম, তিনি আমাকে নগদ দেনমোহর দিয়ে বিয়ে করলেন। রোজ সে আমার কাছে আরবি আর হাদীসের কিতাব পড়ে। নিশ্চয়ই আল্লাহ আমাকে হেফাজত করেছেন। কিন্তু আমার মতো তো অন্যান্য মেয়ে পতিতালয় থেকে ফিরতে পারলো না। ওদের জন্য দুঃখ হয়!
:
পৃথিবীর বুকে যদি কোন কাপুরুষ রাষ্ট্র থাকে, তাহলে সেটা হলো বাংলাদেশ! যারা অসহায়দের সম্পদ লুটপাট করতে, আর নারীদের উপর নির্যাতন করতে দ্বীধাবোধ করে না। ছিঃ বাঙ্গালী জাতি! তোমাদের ঘৃণা হওয়া উচিত! কারণ তোমরা কৃতজ্ঞতা স্বীকার করতেও জানো না। তোমাদের দেশে যখন যুদ্ধ হয়েছিল, তখন আমরা তোমাদের আশ্রয় দিয়েছিলাম। আর শুধু তাই নয়, তোমাদের উপর চুল পরিমাণ জুলুম কেউ করার সাহস পায়নি। আর কত তামাশা দেখবে! তোমরা আমাদের প্রতিবেশী হয়েও কেন চুপ! বুঝেছি, তোমাদের মা-বোন তো আমরা নয়।
:
হে বাংলার যুবক! তোমরাও প্রস্তুতি নাও। তোমাদের মা-কন্যা, বোন-স্ত্রীদেরকে কাঁধ শক্ত করতে বলো। কারন, অচিরেই তোমরা এমন নির্যাতিত হবে। পারবে কি তখন যুদ্ধে না গিয়ে? নারীদের ইজ্জত রক্ষা না করে ঘরের কোনে বসে থাকতে পারবে কি? পারবে???
:
মূল লেখিকা- #রোহিঙ্গা_বোন
অনুবাদক- #Morium_Ekrea
সংযোজক- #Tamanna_Islam
[সংগ্রহীত]
:
(টুইটারে বাঙ্গালীর উদ্দেশ্যে রোহিঙ্গা বোনের চিঠি। ইংরেজি ভাষার চিঠিটা বঙ্গানুবাদ করে, হুবহু সারমর্ম তুলে ধরলাম।)
:
আমি একজন রোহিঙ্গা(মিয়ানমারের) মেয়ে। তিন বছর আগেই আল্লাহর রহমতে আমি ইফতা পাশ করি। এরপর খুব ছোট্ট একটা সংসার গড়ি। বছর যেতে না যেতেই আমাদের ঘর আলোকিত করে কোল জুড়ে আসলো এক কন্যা সন্তান।
:
হঠাৎ একদিন সেনাবাহিনীর কিছু লোক আমাদের গৃহে প্রবেশ করে। ওদেরকে দেখে আমি বোরখা পড়ে মেয়েকে বুকে জড়িয়ে নিলাম। ওরা এসেই আমার হাত ধরে টানাটানি করতে লাগলো, যার ফলে হাত ফুসকে আমার মেয়ে নিচে পড়ে যায়। ওরা যখন আমাকে ভোগ করার জন্য বোরখায় হাত দিল, তখন সাথে সাথে আমার মাথা ঘুরে গেলো। আল্লাহকে বললাম, "ইয়া আল্লাহ! আমি তোমার সামনে যিনাকারি হয়ে উঠতে চাই না, তুমি আমাকে ঈমানী শক্তি দান করো।" সাথে সাথে মনে হলো, আমি যেন আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি করেছি; কিন্তু তিনি আমাকে সাহায্য করতে দেরি করেননি। সামনেই তাকিয়ে দেখি ছোট্ট একটা বটি-দা। অনেক দিন যাবৎ আমরা ব্যবহার করি না, কোন ধার নাই। সেটা হাতে তুলে নিয়ে ৬/৭ জন সেনাকে কুপিয়ে হত্যা করলাম।
:
তারপর আরো কিছু সেনা ঘরে প্রবেশ করে। এবার চারজন সেনা আমাকে ধরে রেখেছে আর দু'জন সেনা আমার ছোট্ট শিশুটির লজ্জাস্থানে অস্ত্র ঢুকিয়ে দেয়। মেয়েটি চোখের সামনে ছটফট করে মারা যায়। ইতিমধ্যে আমার স্বামী ঘরে আসলে, কিছু সেনা তাঁকে মারতে থাকে। আর আমাকে বললো, "তোর সাথে আমরা সবাই এখন খেলা করবো আর তোর স্বামী তা দেখবে; তারপর তোদেরকে হত্যা করবো।"
:
আমার স্বামী সন্তান কারোর জন্য মায়া হলো না। তখন আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম। ওদের কারো কাছে একটুও মাথা নত করিনি। হঠাৎ চোখ পড়লো এক-বস্তা ছাইয়ের উপর। জানিনা সেটা ওখানে কী করে এলো! এবার দৌড়ে গিয়ে ছাইয়ের বস্তার মুখ খুলে ওদের চোখের সামনে ছাই উড়াতে লাগলাম। আলহামদুলিল্লাহ্! আল্লাহ আমাকে তার রহমত দ্বারা ঘিরে নিলেন। প্রতিটি সেনা চোখ বন্ধ করে আমাকে গালাগালি করছিল। আমি কোন মতে একটু আড়ালে চলে গেলাম। ওরা এবার চোখ কচলাতে কচলাতে আমার স্বামীর কাছে গিয়ে তাকে জবাই করলো আর বললো, "যার বউয়ের এতো শক্তি, তার কলিজাটা দেখবো।"
ওরা সত্যি সত্যি আমার স্বামীর কলিজাটা ছিড়ে, মুখে নিয়ে কিছুক্ষণ চাবাতে থাকে। আমি আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি।
:
কিছুক্ষণ পর জ্ঞান ফিরলো। ঠিক কতক্ষণ পর জ্ঞান ফিরেছিলো তা জানিনা। উঠে গিয়ে ওযু করে আল্লাহর শুকরিয়া আদায়ে নামাজ পড়লাম। ছোট্ট একটা কাপড় দিয়ে স্বামী আর সন্তানের লাশ ঢেকে রেখে অজানার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। একটানা ৭ দিন পানি খেয়ে থাকার পর যখন আর ক্ষুধার জ্বালা সইতে পারলাম না; তখন সবুজ পাতা বা ঘাস খেতে শুরু করি।
:
একদিন ঝোপের ভিতর লুকিয়ে যোহরের নামাজ পড়ছিলাম। যখন নামাজ পড়া শেষ হলো, দেখি সেনারা আমাকে গুলি করেছে। বাহু দিয়ে অঝোরে করে রক্ত গড়িয়ে পড়ছে। কেন জানি আমার কোন ব্যথা লাগছিলো না। মনে পড়ে গেলো সাহাবা আজমাইনদের কথা! তারা যখন নামাজ পড়তো, কাফেররা তখন পিছন দিক দিয়ে আক্রমণ করতো। এমন সাহাবাও আছে, যাদেরকে কাফেররা নামাজের মধ্যেই তীর মেরে মেরে শহীদ করেছে। তাহলে আমরা কেন এই শহীদি মরণকে বরণ করতে পারবো না! এ'সব ভাবতে ছিলাম, ততক্ষণে সেনারা অনেক কাছে চলে এলো। আল্লাহকে স্মরণ করতে করতে দৌড় দিলাম। অবশেষে পানিতে ঝাপ দিয়ে পড়লাম। এরপর কী হল জানি না…
:
হঠাৎ দেখি অপরিচিত কিছু লোক আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। শরীরের সমস্ত জায়গায় বোরখাটা ঠিকমতো আছে; কিন্তু শুধু পায়ের একটা মোজা কোথায় জানি হারিয়ে গেছে। আমি লজ্জিত হলাম! এতগুলো পুরুষ আমার পায়ের পাতা দেখছে। না জানি আল্লাহ আমাকে কি কঠিন শাস্তি দেন! তাওবা করলাম আর দৌড়ে গিয়ে ওযু করে সিজদায় লুটিয়ে পড়লাম। পরে জানতে পারলাম যে, আমি পানিতে ভাসতে ছিলাম, তখন লাশ মনে করে এক জেলে আমাকে কিনারে উঠিয়েছে। আমি তাদের কাছে কিছু খাবার চাইলাম; কিন্তু তখন কেউ আমাকে একটু খাবারও দিলো না। বরং এক এক করে সবাই চলে গেলো।
:
আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলাম। কিছুদূর গিয়ে একজন হুজুরকে দেখে জিজ্ঞেস করলাম, এখানে কি কোন আশ্রয় কেন্দ্র আছে। উনি মাথা নেড়ে হ্যাঁ বলে। আমাকে নিয়ে আশ্রয় কেন্দ্রে দিয়ে
আসলেন। কী আজব ব্যপার! এখানে তো অনেক কষ্টে পেট ভরে পানি খাব, তাও পারি না! আর খাবার এতটুকু যে, পেটের নিচে পড়ে থাকে। তবুও আমরা খুশি আলহামদুলিল্লাহ্!
:
কিছুদিন পর পুলিশের গাড়িতে একজন ভদ্র মহিলা আসলেন। যিনি আমাদের মেয়েদের তল্লাশি করলেন। এরপর আমাদের কিছু মেয়েদের আলাদা করলেন। বলতে পারেন, যারা দেখতে অনেক সুন্দরী, তাদেরকে আলাদা করলেন। এদিকে কিছু যুবক ছেলে আমাদের জন্য ত্রাণ নিয়ে এসেছিল; কিন্তু স্থানীয় চেয়ারম্যানরা তাদের থেকে ত্রাণ নিয়ে, তাদেরকে ফিরিয়ে দিলো। চেয়ারম্যানরা আমাদের অল্প কিছু দিয়ে, উনারা সব নিয়ে চলে গেলো। আমাদের মধ্যে কেউ কেউ একটু বেশি চাওয়ার কারনে পিটুনি খেলো। এমনকি কিছু কিছু খারাপ ছেলেরা মেয়েদের বুকে, লজ্জা স্থানে হাত চালিয়ে দিলে। ফলে আমরা সবাই চুপসে গেলাম।
:
কেউ কেউ বলছিল যে, তাদের টাকা আর গয়নাও নাকি বাংলাদেশীয় শকুনগুলো ছিনিয়ে নিয়েছে। আমি স্তব্ধ হয়ে মন্ত্র মুগ্ধের মতো সব শুনছিলাম। এরপর হঠাৎ একদল বয়স্ক মেয়ে এসে আমাদের আলাদা করা সুন্দরী মেয়েদেরকে নিয়ে চলে আসলো একটা হোটেলে। এই দলে আমি নিজেও ছিলাম। তারপর কি অবাক করা কাহিনিই ঘটলো! বিনা ভিসা, বিনা পাসপোর্টে আমাদেরকে গাড়িতে তুলে দিলো এবং কোথায় যেন নিয়ে গিয়ে নামালো, তা আমি জানি না। আমাদের প্রত্যেককে ঘুমের ইন্জেকশন দিয়ে ছিলো, যার ফলে আমরা অচেতন ছিলাম।
:
জ্ঞান ফিরে পাওয়ার পর থমকে গেলাম! অন্য কোথাও নয়, একটা পতিতালয়ে আমাদেরকে নিয়ে আসা হয়েছে। আমার কাছে তখন মনে হচ্ছিলো যে, আল্লাহ আমাদের উপর কঠিন পরীক্ষা চালাচ্ছেন। এ'জন্যেই বুঝি বাংলাদেশী মুনাফিক্বরা আমাদের এই অবস্থা করেছে! আল্লাহর কাছে তাওবা করলাম। নিজের হেফাজতের পুরো দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিলাম। যিনি এত কিছুর পরও আমাকে পবিত্র রেখেছেন, তিন নিশ্চয়ই আমাকে হতাশ করবেন না।
:
মালয়েশিয়ার এক নাগরিক আমার সাথে রাত্রি যাপন করার জন্যে পতিতালয়ে এলেন। তিনি আমার নাম আর কোথায় বাড়ি সেটা জানতে চাইলে, আমি তাকে সব কিছুই বলে যাচ্ছিলাম। হঠাৎ খেয়াল করে দেখি, উনি শীতে তীব্র আকারে কাঁপছেন। প্রশ্ন করলাম, এই প্রচন্ড গরমে, শীতের মতো কাঁপছেন কেন?
উনি আমার দিকে তাকিয়ে বললেন, আমার পিছু হেঁটে আসুন। আল্লাহর ক্বসম, আপনার কোন ক্ষতি করবো না।
:
আমি তার পিছু হেঁটে চললাম অনেক দূর পর্যন্ত। উনি এবার রাস্তার মধ্যেই আমার পায়ে ধরে বললেন, "আমি ভাল হতে চাই, আমাকে একটা সুযোগ দাও। আমি আর আল্লাহর নাফরমানি করবো না। তোমার সমস্ত দায়িত্ব আমার। তুমি রাজি হলে, আমি তোমাকে বিয়ে করতে পারি।"
আমি রাজি হলাম, তিনি আমাকে নগদ দেনমোহর দিয়ে বিয়ে করলেন। রোজ সে আমার কাছে আরবি আর হাদীসের কিতাব পড়ে। নিশ্চয়ই আল্লাহ আমাকে হেফাজত করেছেন। কিন্তু আমার মতো তো অন্যান্য মেয়ে পতিতালয় থেকে ফিরতে পারলো না। ওদের জন্য দুঃখ হয়!
:
পৃথিবীর বুকে যদি কোন কাপুরুষ রাষ্ট্র থাকে, তাহলে সেটা হলো বাংলাদেশ! যারা অসহায়দের সম্পদ লুটপাট করতে, আর নারীদের উপর নির্যাতন করতে দ্বীধাবোধ করে না। ছিঃ বাঙ্গালী জাতি! তোমাদের ঘৃণা হওয়া উচিত! কারণ তোমরা কৃতজ্ঞতা স্বীকার করতেও জানো না। তোমাদের দেশে যখন যুদ্ধ হয়েছিল, তখন আমরা তোমাদের আশ্রয় দিয়েছিলাম। আর শুধু তাই নয়, তোমাদের উপর চুল পরিমাণ জুলুম কেউ করার সাহস পায়নি। আর কত তামাশা দেখবে! তোমরা আমাদের প্রতিবেশী হয়েও কেন চুপ! বুঝেছি, তোমাদের মা-বোন তো আমরা নয়।
:
হে বাংলার যুবক! তোমরাও প্রস্তুতি নাও। তোমাদের মা-কন্যা, বোন-স্ত্রীদেরকে কাঁধ শক্ত করতে বলো। কারন, অচিরেই তোমরা এমন নির্যাতিত হবে। পারবে কি তখন যুদ্ধে না গিয়ে? নারীদের ইজ্জত রক্ষা না করে ঘরের কোনে বসে থাকতে পারবে কি? পারবে???
:
মূল লেখিকা- #রোহিঙ্গা_বোন
অনুবাদক- #Morium_Ekrea
সংযোজক- #Tamanna_Islam
[সংগ্রহীত]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন