টেলিফনে নারী-পুরুষ কথা বলার বিধান
.
শাইখ আবদুল্লাহ ইবন আবদির রহমান আল-জিবরীন
প্রশ্ন : যদি অবিবাহিত যুবক অবিবাহিতা যুবতীরর সাথে টেলিফোনে কথা বলে, তাহলে সে ক্ষেত্রে এর বিধান কি হবে?
.
উত্তর : অপরিচিতা এমন মহিলার সাথে আলাপ করা বৈধ নয়। যা যৌনতাকে উস্কে দেয়। যেমন, প্রেমালাপ, আদর সোহাগ জাতীয় কথা বলা এবং কোমল কন্ঠে কথা বলা ইত্যাদি। চাই সে কথা বলাটা টেলিফোনে হক অথবা অন্য যে কোন ভাবেই হোক (তা বৈধ হবে না) আরন আল্লাহ তাআলা বলেছেন,
সুতরাং পর-পুরুষের সাথে কমল কন্ঠে এএমনভাবে কথা বলো না। কারন এতে যার অন্তরে ব্যাধি আছে, সে প্রলুব্দ হয়। (সূরা আহযাব ৩২)
তবে কোনো প্রয়োজনের কারনে সাময়িকভাবে কথা বলাতে অসুবিধা নেই। যখন সে ফেতনা-ফ্যাসাদের আশষ্কা থেকে মুক্ত হয়ে কথা বলে, কিন্তু সে কথা হবে প্রয়োজন, পরিমাণ বেশি নয়।
দয়াকরে শেয়ার করুন!
.
শাইখ আবদুল্লাহ ইবন আবদির রহমান আল-জিবরীন
প্রশ্ন : যদি অবিবাহিত যুবক অবিবাহিতা যুবতীরর সাথে টেলিফোনে কথা বলে, তাহলে সে ক্ষেত্রে এর বিধান কি হবে?
.
উত্তর : অপরিচিতা এমন মহিলার সাথে আলাপ করা বৈধ নয়। যা যৌনতাকে উস্কে দেয়। যেমন, প্রেমালাপ, আদর সোহাগ জাতীয় কথা বলা এবং কোমল কন্ঠে কথা বলা ইত্যাদি। চাই সে কথা বলাটা টেলিফোনে হক অথবা অন্য যে কোন ভাবেই হোক (তা বৈধ হবে না) আরন আল্লাহ তাআলা বলেছেন,
সুতরাং পর-পুরুষের সাথে কমল কন্ঠে এএমনভাবে কথা বলো না। কারন এতে যার অন্তরে ব্যাধি আছে, সে প্রলুব্দ হয়। (সূরা আহযাব ৩২)
তবে কোনো প্রয়োজনের কারনে সাময়িকভাবে কথা বলাতে অসুবিধা নেই। যখন সে ফেতনা-ফ্যাসাদের আশষ্কা থেকে মুক্ত হয়ে কথা বলে, কিন্তু সে কথা হবে প্রয়োজন, পরিমাণ বেশি নয়।
দয়াকরে শেয়ার করুন!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন