ইদ স্বলাতের তাকবির সমহ
1) আমর ইবনু শু'আইব তার পিতা হতে, তিনি তার দাদা, আবদুল্লাহ ইবনু আমর হতে, বর্ণনা করেন যে,
রাসূলুল্লাহ ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম )
ঈদুল ফিতর ও ঈদুল আদ্বহার সালাতে 12 তাকবীর দিতেন, তাকবীরে তাহরীমী ছাড়াই তিনি প্রথম
রাকা'আতে সাত এবং দ্বিতীয় রাকা'আতে পাঁচ তাকবীর দিতেন,
অন্য বর্ণনা এসেছে,
আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস ( রাঃ ) বলেনঃ
নবী কারীম ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) বলেছেনঃ
ঈদুল ফিতর ও ঈদুল আদ্বহার প্রথম রাকা'আতে সাত তাকবীর দিতে হবে এবং দ্বিতীয় রাকা'আতে পাঁচ তাকবীর
দিতে হবে। আর উভয় রাকা'আতে ক্বিরাআত পড়তে হবে তাকবীরের পর।
দারাকুতনী, দ্বিতীয় খণ্ড, পৃঃ 36, হাদীস নং, 1,712, 1713,1713,
বায়হাকী, তৃতীয় খণ্ড, পৃঃ 403, হাদীস নং, 6171, 6162,
আবু দাউদ, পৃঃ 163, হাদীস নং, 1151, 1152,
ইবনে মাজাহ্, পৃঃ 91, হাদীস নং, 1263,
মুসনাদে আহমেদ, দ্বিতীয় খণ্ড, পৃঃ 180, হাদীস নং, 6688,
2) আয়েশা ( রাঃ ) থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) ঈদুল ফিতর ও ঈদুল আদ্বহার সালাতে প্রথমে সাত আর পরে পাঁচ
তাকবীর দিতেন,
আবু দাউদ, প্রথম খণ্ড, পৃঃ163, হাদীস নং, 1150,
ইবনে মাজাহ্, পৃঃ 91, হাদীস নং, 1065,
দারাকুতনী, দ্বিতীয় খণ্ড, পৃঃ 36, হাদীস নং, 1710,
বায়হাকী, তৃতীয় খণ্ড, পৃঃ 404, হাদীস নং, 6175,
3) কাছীর ইবনু আবদুল্লাহ স্বীয় পিতা হতে তিনি তার দাদা, আবদুল্লাহ ইবনু আওফ আল-মুযানী বাদরী,
হতে বর্ণনা করেন যে,
রাসূলুল্লাহ ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম )
দুই ঈদের সালাতে প্রথম রাকা'আতে ক্বিরাআত পূর্বে সাত তাকবীর ও দ্বিতীয় রাকা'আতে ক্বিরাআত
পূর্বে পাঁচ তাকবীর দিতেন,
তিরমিযী, হাদীস নং, 582,
ইবনে মাজাহ্, হাদীস নং, 1279,
সহীহ্ ইবনে খোযায়ামাহ্, হাদীস নং, 1438, 1439,
দারাকুতনী,হাদীস নং, 1715,
বায়হাকী, হাদীস নং, 6173,
4) ইবনে ওমর ( রাঃ ) বলেনঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)বলেছেনঃ
দুই ঈদের তাকবীর হবে, প্রথম রাকা'আতে সাত এবং দ্বিতীয় রাকা'আতে পাঁচ,
তাখরীজে ইবনে আসাকির, হাদীস নং, 11535, 11536,
তাখরীজে বাগদাদ, হাদীস নং, 2/413,
5) আবদুর রহমান ইবনু সা'দ বলেনঃ আমার পিতা তার দাদা,
রাসূলুল্লাহ ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) এর মুআযযিন আমাকে হাদীস বর্ণনা করেছে যে, রাসূলুল্লাহ
( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম )
দুই ঈদে তাকবীর দিতেন, প্রথম রাকা'আতে ক্বিরাআতের পূর্বে সাত তাকবীর এবং দ্বিতীয়
রাকা'আতে ক্বিরাআত পূর্বে পাঁচ তাকবীর,
ইবনে মাজাহ্, হাদীস নং, 1277,
হাকীম, হাদীস নং, 6554,
বায়হাকী, হাদীস নং, 6178,
দারেমী, হাদীস নং, 1567,
6 ) আবী ওয়াক্বেদ আল-লায়সী ( রাঃ ) থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম )
লোকদেরকে নিয়ে ঈদুল ফিতর ও ঈদুল আদ্বহার সালাত আদায় করতেন, তিনি প্রথম রাকা'আতে সাত তাকবীর
বলতেন এবং সূরা ক্বাফ পড়তেন। আর দ্বিতীয় রাকা'আতে পাঁচ তাকবীর বলতেন এবং সূরা ক্বামার পড়তেন।
তারাবানী, হাদীস নং, 3298,
মাজমাউয যাওয়ায়েদ, হাদীস নং, 3246,
7 ) ইবনু আব্বাস ( রাঃ ) থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম )
দুই ঈদের সালাতে 12 তাকবীর দিতেন, প্রথম রাকা'আতে সাত এবং দ্বিতীয় রাকা'আতে পাঁচ, তিনি এক
রাস্তা দিয়ে যেতেন অন্য রাস্তা দিয়ে আসতেন।
তারাবানী, হাদীস নং, 10708,
মাজমাউয যাওয়ায়েদ, হাদীস নং, 3245,
বায়হাকী, হাদীস নং, 6180,
8 ) আবদুল্লাহ ইবনু আমর (রাঃ ) এর গোলাম নাফে থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ঈদুল ফিতর ও ঈদুল আদ্বহার
এর সালাতে আবু হুরায়ারা ( রাঃ ) এর সাথে উপস্থিত ছিলাম। তিনি প্রথম রাকা'আতে ক্বিরাআত পূর্বে সাত তাকবীর
এবং দ্বিতীয় রাকা'আতে ক্বিরাআত পূর্বে পাঁচ তাকবীর দিলেন,
মুত্তায়ে মালেক, বায়হাকী, মুছান্নাফ ইবনে আবী শায়বাহ্, মুসনাদে শাফে'য়ী, ত্বাহাবী,
9) নাফে ' ইবনু আবী নু'আইম বলেন, আমি নাফে ( রাঃ ) কে বলতে শুনেছিঃ যে
আবদুল্লাহ ইবনু ওমর ( রাঃ ) বলেছেনঃ দুই ঈদের তাকবীর হবে, প্রথম রাকা'আতে সাত এবং দ্বিতীয়
রাকা'আতে পাঁচ।
মুছান্নাফ ইবনে আবী শায়বাহ্,
ত্বাহাবী,
আলবানী, ইরওয়াউল গালীল,
1) আমর ইবনু শু'আইব তার পিতা হতে, তিনি তার দাদা, আবদুল্লাহ ইবনু আমর হতে, বর্ণনা করেন যে,
রাসূলুল্লাহ ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম )
ঈদুল ফিতর ও ঈদুল আদ্বহার সালাতে 12 তাকবীর দিতেন, তাকবীরে তাহরীমী ছাড়াই তিনি প্রথম
রাকা'আতে সাত এবং দ্বিতীয় রাকা'আতে পাঁচ তাকবীর দিতেন,
অন্য বর্ণনা এসেছে,
আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস ( রাঃ ) বলেনঃ
নবী কারীম ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) বলেছেনঃ
ঈদুল ফিতর ও ঈদুল আদ্বহার প্রথম রাকা'আতে সাত তাকবীর দিতে হবে এবং দ্বিতীয় রাকা'আতে পাঁচ তাকবীর
দিতে হবে। আর উভয় রাকা'আতে ক্বিরাআত পড়তে হবে তাকবীরের পর।
দারাকুতনী, দ্বিতীয় খণ্ড, পৃঃ 36, হাদীস নং, 1,712, 1713,1713,
বায়হাকী, তৃতীয় খণ্ড, পৃঃ 403, হাদীস নং, 6171, 6162,
আবু দাউদ, পৃঃ 163, হাদীস নং, 1151, 1152,
ইবনে মাজাহ্, পৃঃ 91, হাদীস নং, 1263,
মুসনাদে আহমেদ, দ্বিতীয় খণ্ড, পৃঃ 180, হাদীস নং, 6688,
2) আয়েশা ( রাঃ ) থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) ঈদুল ফিতর ও ঈদুল আদ্বহার সালাতে প্রথমে সাত আর পরে পাঁচ
তাকবীর দিতেন,
আবু দাউদ, প্রথম খণ্ড, পৃঃ163, হাদীস নং, 1150,
ইবনে মাজাহ্, পৃঃ 91, হাদীস নং, 1065,
দারাকুতনী, দ্বিতীয় খণ্ড, পৃঃ 36, হাদীস নং, 1710,
বায়হাকী, তৃতীয় খণ্ড, পৃঃ 404, হাদীস নং, 6175,
3) কাছীর ইবনু আবদুল্লাহ স্বীয় পিতা হতে তিনি তার দাদা, আবদুল্লাহ ইবনু আওফ আল-মুযানী বাদরী,
হতে বর্ণনা করেন যে,
রাসূলুল্লাহ ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম )
দুই ঈদের সালাতে প্রথম রাকা'আতে ক্বিরাআত পূর্বে সাত তাকবীর ও দ্বিতীয় রাকা'আতে ক্বিরাআত
পূর্বে পাঁচ তাকবীর দিতেন,
তিরমিযী, হাদীস নং, 582,
ইবনে মাজাহ্, হাদীস নং, 1279,
সহীহ্ ইবনে খোযায়ামাহ্, হাদীস নং, 1438, 1439,
দারাকুতনী,হাদীস নং, 1715,
বায়হাকী, হাদীস নং, 6173,
4) ইবনে ওমর ( রাঃ ) বলেনঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)বলেছেনঃ
দুই ঈদের তাকবীর হবে, প্রথম রাকা'আতে সাত এবং দ্বিতীয় রাকা'আতে পাঁচ,
তাখরীজে ইবনে আসাকির, হাদীস নং, 11535, 11536,
তাখরীজে বাগদাদ, হাদীস নং, 2/413,
5) আবদুর রহমান ইবনু সা'দ বলেনঃ আমার পিতা তার দাদা,
রাসূলুল্লাহ ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) এর মুআযযিন আমাকে হাদীস বর্ণনা করেছে যে, রাসূলুল্লাহ
( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম )
দুই ঈদে তাকবীর দিতেন, প্রথম রাকা'আতে ক্বিরাআতের পূর্বে সাত তাকবীর এবং দ্বিতীয়
রাকা'আতে ক্বিরাআত পূর্বে পাঁচ তাকবীর,
ইবনে মাজাহ্, হাদীস নং, 1277,
হাকীম, হাদীস নং, 6554,
বায়হাকী, হাদীস নং, 6178,
দারেমী, হাদীস নং, 1567,
6 ) আবী ওয়াক্বেদ আল-লায়সী ( রাঃ ) থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম )
লোকদেরকে নিয়ে ঈদুল ফিতর ও ঈদুল আদ্বহার সালাত আদায় করতেন, তিনি প্রথম রাকা'আতে সাত তাকবীর
বলতেন এবং সূরা ক্বাফ পড়তেন। আর দ্বিতীয় রাকা'আতে পাঁচ তাকবীর বলতেন এবং সূরা ক্বামার পড়তেন।
তারাবানী, হাদীস নং, 3298,
মাজমাউয যাওয়ায়েদ, হাদীস নং, 3246,
7 ) ইবনু আব্বাস ( রাঃ ) থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম )
দুই ঈদের সালাতে 12 তাকবীর দিতেন, প্রথম রাকা'আতে সাত এবং দ্বিতীয় রাকা'আতে পাঁচ, তিনি এক
রাস্তা দিয়ে যেতেন অন্য রাস্তা দিয়ে আসতেন।
তারাবানী, হাদীস নং, 10708,
মাজমাউয যাওয়ায়েদ, হাদীস নং, 3245,
বায়হাকী, হাদীস নং, 6180,
8 ) আবদুল্লাহ ইবনু আমর (রাঃ ) এর গোলাম নাফে থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ঈদুল ফিতর ও ঈদুল আদ্বহার
এর সালাতে আবু হুরায়ারা ( রাঃ ) এর সাথে উপস্থিত ছিলাম। তিনি প্রথম রাকা'আতে ক্বিরাআত পূর্বে সাত তাকবীর
এবং দ্বিতীয় রাকা'আতে ক্বিরাআত পূর্বে পাঁচ তাকবীর দিলেন,
মুত্তায়ে মালেক, বায়হাকী, মুছান্নাফ ইবনে আবী শায়বাহ্, মুসনাদে শাফে'য়ী, ত্বাহাবী,
9) নাফে ' ইবনু আবী নু'আইম বলেন, আমি নাফে ( রাঃ ) কে বলতে শুনেছিঃ যে
আবদুল্লাহ ইবনু ওমর ( রাঃ ) বলেছেনঃ দুই ঈদের তাকবীর হবে, প্রথম রাকা'আতে সাত এবং দ্বিতীয়
রাকা'আতে পাঁচ।
মুছান্নাফ ইবনে আবী শায়বাহ্,
ত্বাহাবী,
আলবানী, ইরওয়াউল গালীল,
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন