সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

তাকওয়ার_পরকালীন_উপকারিতা

#তাকওয়ার_পরকালীন_উপকারিতা:‎ ■ তাকওয়ার ফলে আখেরাতে আল্লাহর নিকট সম্মান লাভ হবে। 👉 আল্লাহ্ তা'আলা বলেন:‎ ﴿ إِنَّ أَكۡرَمَكُمۡ عِندَ ٱللَّهِ أَتۡقَىٰكُمۡۚ ١٣ ﴾ [الحجرات: ١٣]  “তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদাসম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পন্ন।” [সূরা হুজুরাত: (১৩)]‎ ■ তাকওয়া পরকালীন সফলতা ও কামিয়াবির চাবিকাঠি। 👉 আল্লাহ তা‘আলা বলেন: ﴿ وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَيَخۡشَ ٱللَّهَ وَيَتَّقۡهِ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَآئِزُونَ ٥٢ ﴾ [النور: ٥٢]  “আর যে কেউ আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে এবং তাঁর তাকওয়া অবলম্বন করে, তারাই ‎কৃতকার্য।” [সূরা হুজুরাত: (৫২)]‎ ■ কিয়ামতের দিন তাকওয়ার ফলে আল্লাহর শাস্তি থেকে নাজাত মিলবে। 👉 আল্লাহ তা‘আলা বলেন:‎ ﴿ وَإِن مِّنكُمۡ إِلَّا وَارِدُهَاۚ كَانَ عَلَىٰ رَبِّكَ حَتۡمٗا مَّقۡضِيّٗا ٧١ ثُمَّ نُنَجِّي ٱلَّذِينَ ٱتَّقَواْ وَّنَذَرُ ٱلظَّٰلِمِينَ فِيهَا جِثِيّٗا ٧٢ ﴾ [مريم: ٧١، ٧٢] وقال تعالى: ﴿ وَسَيُجَنَّبُهَا ٱلۡأَتۡقَى ١٧ ﴾ [الليل: ١٧]  “আর তোমাদের প্রত্যেককেই তা অতিক্রম করতে হব...

পা ধরে সালাম করা জায়েজ কি??

উত্তর না। পা ধরে সালাম বা কদমবুসি করা শরী‘আত সম্মত নয়। আনাস (রাঃ) বলেন, জনৈক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল! আমাদের মধ্যে কোন ব্যক্তি যখন তার কোন ভাই বা বন্ধুর সঙ্গে সাক্ষাত করবে, তখন সে কি মাথা ঝুঁকাবে বা তাকে জড়িয়ে ধরবে বা চুমু খাবে? তিনি বললেন, না। লোকটি বলল, তাহ’লে কি কেবল হাত ধরবে ও মুছাফাহা করবে? রাসূলুল্লাহ (ছাঃ) বললেন, হ্যাঁ’। ---তিরমিযী, মিশকাত হা/৪৬৮০ ‘শিষ্টাচার’ অধ্যায়, মুছাফাহা ও মু‘আনাক্বা অনুচ্ছেদ-৩।

তিন শ্রেণীর লোক দ্বারা সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন

♪♪তিন শ্রেণীর লোক দ্বারা সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে। যথাঃ (ক) শহীদ। (খ) আলেম এবং (গ) দানবীর। ★হাদিস: তিন শ্রেণীর লোক সর্বপ্রথম জাহান্নামে যাবেঃ প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, নবীজী বলেন:কেয়ামতের দিন সর্বপ্রথম যাদের বিচার করা হবে, শাহাদত বরণকারী একজন লোক, তাকে উপস্থিত করা হবে এবং আল্লাহ প্রদত্ত্ব যাবতীয় নেয়ামত সম্পর্কে জ্ঞাত করা হবে সে সব নেয়ামতকে চিনে বা মেনে নেবে। তখন তাকে বলা হবে: এসব নেয়ামতের পরিপ্রেক্ষিতে তুমি কি কি আমল করেছ? বলবে: আপনার তরে লড়াই-জিহাদ করেছি এবং শহীদ হয়ে গিয়েছি। বলা হবে: তুমি মিথ্যা বলছ। বরং তুমি লড়াই করেছ এজন্য যে, লোকেরা তোমাকে বীর-বাহাদুর বলবে। তাতো বলা হয়েছে। অত:পর তার ব্যাপারে রায় ঘোষণা করা হবে এবং তাকে চেহারার উপর ভর দিয়ে টেনে নিয়ে (যাওয়া হবে এবং) জাহান্নামে নিক্ষেপ করা হবে। →দ্বিতীয় পর্যায়ে, আলেম ব্যক্তি যে নিজে দ্বীনী ইলম শিক্ষা গ্রহণ করেছে, অপরকে শিক্ষা দিয়েছে এবং কোরআন পড়েছে। তাকে উপস্থিত করা হবে এবং প্রদত্ত নেয়ামত সম্পর্কে জ্ঞাত করা হবে। সে সব নেয়ামত...

সমগ্র বাংলাদেশে ছহীহ আক্বীদা ও আমলের বই প্রাপ্তিস্থান সমূহের তালিকা

সমগ্র বাংলাদেশে ছহীহ আক্বীদা ও আমলের বই প্রাপ্তিস্থান সমূহের তালিকা ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ঢাকা বিভাগ ঢাকা ০১ তাওহীদ পাবলিকেশন্স। ৯০, হাজী আবদুল্লাহ সরকার লেন, বংশাল, ঢাকা-১১০০। মোবাইলঃ ০১৭১১৬৪৬৩৯৬, ০১৭৫১৭০৪৮৪৮ ০২ তাওহীদ পাবলিকেশন্স। দোকান নং: ৩২, ১ম তলা, হোসেন সুপার মার্কেট, উত্তর বাড্ডা, ঢাকা-১২১৯। মোবাইলঃ ০১৬৮১৮৭৩২৯৯ ০৩ হুসাইন আল মাদানী প্রকাশনী। ৩৮, হাজী আবদুল্লাহ সরকার লেন, বংশাল নতুন রাস্তা, ঢাকা-১১০০। ০১৯১৫৭০৬৩২৩ ০৪ জায়েদ লাইব্রেরী। ১১/১, ইসলামী টাওয়ার, ২য় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০। মোবাইলঃ ০১১৯৮১৮০৬১৮ ০৫ হাদীস একাডেমী। ২১৪, বংশাল রোড, ঢাকা-১১০০। ০২-৭১৬৫১৬৬, ০১১৯১৬৩৬১৪০, ০১৯১৫৬০৪৫৯৮ ০৬ আল্লামা আলিমুদ্দিন একাডেমী। ৯০, হাজী আবদুল্লাহ সরকার লেন, বংশাল, ঢাকা-১১০০। ০৭ আল্লামা আলবানী একাডেমী। ৬৯/১ পুরানো মোগলাটুলী, ঢাকা-১১০০। মোবাইলঃ ০১৯১১৩১১০৯১, ০১৬৮১২৭৬৭২৪ ০৮ আত-তাওহীদ প্রকাশনী। মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়া, ৭৯/ক, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৭১২৫৪৯৯৫৬ ০৯ আল-ফুরকান পাবলিকেশন্স। ৪৯১, ওয়্যারলেস রেলগেট, বড় মগবাজার, ঢাকা। ১০ অন্বেষণ পাবলিকেশন্স। ৩২৭/১, হাওয়াই...

অশ্লীলতার প্রসার ও সমাজে এর কুপ্রভাব

অশ্লীলতার প্রসার ও সমাজে এর কুপ্রভাব ভূমিকা : বর্তমানে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে অশ্লীলতার সয়লাব চলছে। এর প্রভাবে সমাজ কলুষিত হচ্ছে, নষ্ট হচ্ছে যুবচরিত্র। দাম্পত্য জীবনেও এর বিরূপ প্রভাব পড়ছে। পারিবারিক ব্যবস্থা ভেঙ্গে পড়ছে, ঘটছে বিবাহ বিচ্ছেদ। তাই অশ্লীলতা বন্ধে পদক্ষেপ নেওয়া যরূরী। যেসব মাধ্যমে অশ্লীলতা প্রসার লাভ করছে তা প্রতিহত করাও একান্ত প্রয়োজন। আলোচ্য নিবন্ধে অশ্লীলতার প্রসার ও সমাজে এর কুপ্রভাব সম্পর্কে আলোচনা করা হ’ল।- অশ্লীলতা ইসলামে নিষিদ্ধ : অশ্লীলতা মানব চরিত্র ধ্বংসের অন্যতম হাতিয়ার। তাই এর নিকটবর্তী হ’তে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। মহান আল্লাহ বলেন,لَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ  ‘প্রকাশ্য বা গোপন কোন অশ্লীলতার নিকটবর্তী হবে না’ (আন‘আম ৬/১৫১)। অশ্লীলতার চূড়ান্ত পরিণতি হচ্ছে যেনা-ব্যভিচারে লিপ্ত হওয়া। যা ইসলামে হারাম। এর কাছে যেতেও আল্লাহ নিষেধ করেছেন। তিনি বলেন,  وَلَا تَقْرَبُوا الزِّنَا إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيْلًا،‘তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না। নিশ্চয়ই এটা অশ্লীল কাজ ও নিকৃষ্ট পথ’ (বনী ইসর...

খুবই মূল্যবান ৪০টি ছোট হাদিস,

খুবই মূল্যবান ৪০টি ছোট হাদিস, নিজে পড়ুন, অন্যকে পড়ার সুযোগ করে দিন। ✍১। রাসূল (সা:)বলেছেন আমার কথা (অন্যদের কাছে) পৌছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। (সহীহ বুখারীঃ ৩২১৫) ✍২। রাসূল (সাঃ) বলেছেন, কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটকুই যথেষ্ঠ যে, সে যা শোনে (যাচাই ব্যতীত) তাই বলে বেড়ায়। (সহীহ মুসলিম, মুকাদ্দামা, অনুচ্ছেদ -৩) ✍৩।রাসূল (সাঃ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। (দেখুন সহীহ বুখারীঃ ১০৭,১০৯,১০৯,১১০,১১১ সহীহ মুসলিম, মুকাদ্দামা) ✍৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্‌ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টে আল্লাহ্‌ অসন্তুষ্ট। (তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০) ✍৫। পাঁচ ওয়াক্ত সলাত আদায় করলে পঞ্চাশ ওয়াক্ত সলাতের সওয়াব পাওয়া যায় (সহীহ বুখায়, মুসলিম ও তিরমিযীঃ ২১৩) ✍৬। ব্যক্তি এবং শিরক ও কুফরের মাঝখানে সলাত ছেড়ে দেওয়াই হচ্ছে ব্যবধান। (সহীহ মুসলিমঃ ১৫৪,১৫৫, মিশকাত) ✍৭। ক্বিয়ামতের দিন বান্দার কাজসমূহের মধ্যে সর্বপ্রথম সলাতের হিসাব নেওয়া হবে। (সহীহ তিরমিযীঃ ৪১৩, ইবনু মাযাহঃ ১৪২৫,১৪২৬) ✍৮। যে ব্যক্তি ফজর ও আসরের নামায আদায় কর...

কথা বলার নীতিঃ

কথা বলার নীতিঃ -------------- ১. কথা বলার পূর্বে সালাম দেয়া। _______সূরা নূরঃ ৬১ ২. সতর্কতার সাথে কথা বলা (কেননা প্রতিটি কথা রেকর্ড হয়) _______সূরা ক্বফঃ ১৮ ৩. সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলা। _______সূরা বাক্বারাহঃ ৮৩ ৪. অনর্থক ও বাজে কথা পরিহার করা। _______সূরা নূরঃ ৩ ৫. কন্ঠস্বর নিচু করে কথা বলা। _______সূরা লুকমানঃ ১৯ সূরা হুজুরাতঃ ২ - ৩ ৬. বুদ্ধি খাটিয়ে কথা বলা। _______সূরা নামলঃ ১২৫ ৭. সঠিক কথা বলা ও পাপ মোচনের দোয়ার উন্মুক্ত করা _______সূরা আহযাবঃ ৭১ - ৭২ ৮. গাধার মত কর্কশ স্বরে কথা না বলা। _______সূরা লুকমানঃ ১৯ ৯. উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করা। _______সূরা হা- মীম সাজদাহঃ৩৪ ১০. উত্তম কথায় দাওয়াত দেয়া। _______ সূরা হা- মীম সাজদাহঃ৩৪ ১১. ঈমানদারদের কথা ও কাজ এক হওয়া। ________ সূরা ছফঃ ২ ১২. পরিবারের সদস্যদের প্রতি ক্ষমারনীতি অবলম্বন করা । ________ সূরা আ'রাফঃ ১৯৯ ১৩. মেয়েরা পর পুরুষের সাথে আকর্ষণীয়ও কোমল ভাষায় কথা না বলা। ________সূরা আহযাবঃ ৩২ ১৪. ছেলেরা পর নারীর সাথে আকর্ষণীয়ও কোমল ভাষায় কথা না বলা। ১৫.মূর্খ ও অজ্ঞদ...

Urdo

عذاب قبر (1)’’ عائشہ رضی اللہ عنہ بیان کرتی ہیں کہ رسول اللہ صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا کہ بیشک قبر کے لئے تنگی ہے اور اگر کوئی تنگی قبر سے نجات پا سکتا تو سعد بن معاذ رضی اللہ عنہ نجات پاتے‘‘۔(مسند احمد ۔(اس حدیث کے راوی بخاری و مسلم کے راوی ہیں ۔مجمع الزوائد جلد ۳ ص۴۶) ’’جناب عبد اللہ بن عباس رضی اللہ عنہ بیان کرتے ہیں کہ رسول اللہ صلی اللہ علیہ وسلم سعد بن معاذ رضی اللہ عنہ کے دفن کے دن ان کی قبر پر بیٹھے ہوئے تھے اور فرما رہے تھے کہ اگر کوئی شخص فتنہ قبر یا قبر کے معاملے سے نجات پا سکتا تو البتہ سعد بن معاذ رضی اللہ عنہ ضرور نجات پاتے اور ان کی قبر ان پر تنگ کی گئی پھر ان پر کشادہ کر دی گئی‘‘۔(طبرانی ۔اس حدیث کے تمام راوی ثقہ ہیں)(مجمع الزوائد ص۴۷)۔ (2) جناب سعد بن معاذ رضی اللہ عنہ (جو بہت ہی بلند پایہ صحابی ہیں)پر دفن کے وقت قبر تنگ ہو گئی تھی مگر پھر ہمیشہ کے لئے کشادہ کر دی گئی اور ان پر قبر کی تنگی کی وجہ یہ تھی کہ پیشاب کی چھینٹوں سے احتیاط کے سلسلہ میں ان سے کوتاہی سرزدہو جایا کرتی تھی۔امام البہیقی رحمتہ اللہ علیہ روایت کرتے ہیں کہ امیہ بن عبد اللہ رحمتہ اللہ عل...